চুরি হওয়ার ০৫ ঘন্টার মধ্যে জয়পুরহাট থানা পুলিশ কর্তৃক চোরাই মোটরসাইকেলসহ ০১টি মাষ্টারকিসহ বিভিন্ন ধরনের ৩৪টি চাবি ও ০৩ জন আসামী গ্রেফতারঃ

গত ইং ১৮/০৪/২০২২ তারিখ দুপুর অনুমান ০৩.০০ ঘটিকায় জনৈক মোঃ শাকিল হোসেন এর ভাড়াকৃত বাসার নিচ তলার গ্যারেজ হতে তাহার নিজ ব্যবহৃত একটি সবুজ রংয়ের Honda X blade মোটরসাইকেল চুরি হয়। এ সংক্রান্তে নিয়মিত মামলা রুজু হইলে অফিসার ইনচার্জ জয়পুরহাট থানার প্রত্যক্ষ তত্বাবধানে মামলার তদন্তকারী অফিসার এসআই (নিরস্ত্র) মোঃ জিয়াউর রহমান, এসআই (নিরস্ত্র) মোঃ এরশাদ হোসেন, এসআই (নিরস্ত্র) মোঃ রুবেল হোসেন, এএসআই মুুজিবুল ইসলাম, এএসআই/এনামুল হক ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে সময় ইং ১৮/০৪/২২ তারিখ রাত্রী ২০.১৫ ঘটিকার সময় জয়পুরহাট থানাধীন শহীদ জিয়া কলেজ রোড হইতে আসামী ১। মোঃ গোলাম রব্বানী @ রাব্বী (৪৫), পিতা -মোঃ অহেদুল হক, সাং- উত্তর আটকরিয়া, থানা- সোনাতলা, জেলা- বগুড়াকে গ্রেফতার করেন। এবং গ্রেফতারকৃত আসামী গোলাম রব্বানী @রাব্বীর দখল থেকে অত্র মামলার চোরাই মোটর সাইকেল, মোটর সাইকেল চুরির কাজে ব্যবহ্নত একটি মাষ্টারকি, ০৫টি বিভিন্ন ব্রান্ডের মোটর সাইকেলের চাবি ও ২৯টি বিভিন্ন ধরনের তালা খোলার চাবি উদ্ধার করেন। অত:পর গ্রেফতারকৃত আসামী গোলাম রব্বানী @রাব্বী এর সনাক্ত মতে দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন দক্ষিন বাসুদেবপুর (চুরিপট্রি) থেকে মোঃ শহিদুল ইসলাম @ নাদের (৩৫), পিতা মৃত ছামসুল ইসলাম, সাং- দক্ষিন বাসুদেবপুর (চুরিপট্রি), মোঃ সিদ্দিক মুন্সি, পিতা মৃত মোসলেম, সাং- মধ্যবাসুদেবপুর, উভয় থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুরগন অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীগণ আন্তঃ জেলা মোটর সাইকেল চোর দলের সক্রিয় সদস্য।গ্রেফতারকৃত আসামীরা বসত বাড়ীর তালা ভেঙ্গে চুরি মোটর সাইকেল চুরি করে অজ্ঞাতস্থানে নিয়া বিক্রয় করে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত আসামীগন চুরিকৃত মোটরসাইকেল বিক্রয় করে প্রাপ্ত টাকা দিয়ে মাদক ব্যবসা করে মর্মে আসামীগনদের জিজ্ঞাসাবাদে জানা যায়। গ্রেফতারকৃত আসামীণদের বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক চুরি মামলা রয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage