০৫ বোতল ফেন্সিডিল ও ০১ (এক)টি মোটর সাইকেল সহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

ইং ০১/১১/১৯ তারিখ এএসআই/মোঃ গোলাম ইয়াছিন সঙ্গীয় অফিসার এসআই (নিঃ)/রাজু আহমেদ, কং/১৮১ মোঃ কামাল হোসেন, কং/৪৯৬ মোঃ মাসুদ রানা সকলেই ভোলাহাট থানা, জেলা চাঁপাইনবাবগঞ্জ এবং ধৃত আসামী-১। মোঃ হেলাল উদ্দিন (৩১), পিতা- মৃত কামাল হোসেন @ বুল্লু, সাং নাজিরপুর পোল্লাডাঙ্গা, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ এর হেফাজত হইতে উদ্ধারকৃত ০৫ (পাঁচ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও একটি লাল রংয়ের রেজিষ্ট্রেশন বিহীন হিরো হোন্ডা সিডি ডিলাক্স ১০০ সিসি মোটর সাইকেল যাহার চেসিস নং- MBLHA 11ED99C11645, ইঞ্জিন নং- HA11EA99C 35474, মূল্য অনুমান ৮০,০০০/- (আশি হাজার) টাকা এবং জব্দ তালিকাসহ থানায় হাজির হইয়া এই মর্মে এজাহার দায়ের করেন যে, বাদী ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ ভোলাহাট থানার জিডি নং-২১, তারিখ-০১/১১/১৯ খ্রি. মূলে অত্র থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার ডিউটি করাকালে অত্র থানাধীন ইমামনগর বাজারে অবস্থানকালে ইং ০১/১১/১৯ তারিখ বিকাল ১৬.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, একজন ব্যক্তি একটি লাল রংয়ের হিরো হোন্ডা সিডি ডিলাক্স মোটর সাইকেল যোগে ফেন্সিডিল বহন করিয়া ফুটানী বাজার হতে ভোলাহাটের দিকে আসছে। বাদী উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া অফিসার-ইন-চার্জ ভোলাহাট থানা সাহেবকে অবহিত করিয়া উক্ত সংবাদের সত্যতা যাচাই করার জন্য রওনা হইয়া ইং ০১/১১/১৯ তারিখ বিকাল ১৭.০৫ ঘটিকার সময় বাদী সঙ্গীয় অফিসার ফোর্সসহ অত্র থানাধীন হাউসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পৌছে ওঁৎ পেতে থাকে। ইং-০১/১১/১৯ তারিখ বিকাল ১৭.১০ ঘটিকার সময় সোর্সের দেওয়া প্রাপ্ত তথ্যের সাথে মিল পাইয়া একটি লাল রংয়ের মোটর সাইকেল থামানোর সংকেত দিলে ধৃত আসামী হেলাল হঠাৎ করে মোটরসাইকেল থামানোর চেষ্টা করিলে সে মোটর সাইকেল নিয়ে পাকা রাস্তার উপর পড়ে যায়। ফলে ধৃত আসামী হেলাল উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে সামান্য আঘাত প্রাপ্ত হয়। বাদী সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাকে ধৃত করেন। তথায় উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী হেলাল এর দেহ বিধি মোতাবেক তল্লাশী করে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে ০২ (দুই) বোতল ফেন্সিডিল, সামনের বাম পকেট হতে ০২ (দুই) বোতল ফেন্সিডিল এবং পেছনের বাম পকেট হতে ০১ (এক) বোতল ফেন্সিডিল সর্বমোট ০৫ (পাঁচ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন। প্রতিটি ইনটেক প্লাষ্ট্রিকের বোতলের গায়ে ইংরেজীতে Chlorpheniramine Maleate & Codeine Phosphate Cough Linctus “PHENSEDYL” HIMACHAL PRADESH INDIA, 100ml লেখা আছে। প্রতিটি বোতলের নিচে খোদাই করা ইংরেজিতে SHREE NAINA Abbott লেখা আছে। প্রতি বোতল ফেন্সিডিলের মূল্য অনুমান ৬০০/- টাকা করিয়া (০৫×৬০০)= ৩,০০০/- (তিন হাজার) টাকা উদ্ধার করেন। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ইং ০১/১১/১৯ তারিখ বিকাল ১৭.২৫ ঘটিকায়  বাদীর সঙ্গীয় অফিসার এসআই/রাজু আহমেদ উদ্ধারকৃত আলামত ০৫(পাঁচ) বোতল ফেন্সিডিল এবং উপরে বর্ণিত মটর সাইকেলটি জব্দ তালিকা মূলে জব্দ করিয়া জব্দ তালিকায় ত সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন এবং তিনি নিজেও স্বাক্ষর করেন। এ সংক্রান্তে অত্র মামলার বাদী থানায় হাজির হয়ে একটি  এজাহার দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদীর এজাহারের পেক্ষিতে ভোলাহাট থানার মামলা নং ০১, তারিখ ০১/১১/২০১৯, ধারা- 1974 সালের Special Power Act, 25 B (1)(b) রুজু করেন। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই/রাজু আহমেদ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage