বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ২০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন গ্রেফতার।

এস,আই (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র শিবগঞ্জ থানা, বগুড়া, সঙ্গীয় ফোর্স কং/৫৮০ মোঃ দুরুল হুদা (মোবা-০১৭২১-৫১৭২৫৫), কং/৯৯৮ মোঃ ইব্রাহিম হোসেন (মোবাঃ ০১৭৫২-০০৫২৬৪), কং/৪৫১ মোঃ ইনছার আলী (মোবাঃ ০১৭৫৬২৬৫১০৩), ড্রাইঃ কং/১৭৭৮ মোঃ বাকী বিল্লা (মোবাঃ ০১৭৯২-৮৪৭৪৩২) সকলেই মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র শিবগঞ্জ থানা, জেলা- বগুড়াসহ মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের জিডি নং- ৭৫৬ তারিখ-২১/১১/২০১৯ ইং মূলে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার ও গাড়ী চেকিং ডিউটি করাকালে ইং-২২/১১/২০১৯ তারিখ রাত্রি ০০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, দিনাজপুর হইতে ঢাকাগামী ‘আহাদ’ পরিবহনের যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৩-১১৪৩ উক্ত যাত্রীবাহী বাসে একজন লোক ফেন্সিডিল লইয়া ঢাকার দিকে যাইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর অবস্থান লইয়া গাড়ি চেকিং করাকালে ইং-২২/১১/২০১৯ তারিখ রাত্রি ০১.৩০ ঘটিকার সময় বর্ণিত বাসটি ঘটনাস্থলে পৌছাইলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় সংকেত দিয়া উক্ত বাসটি থামাইয়া উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উক্ত বাসটি তল্লাশী করার সময় বর্ণিত বাসের টিকিটকৃত যাত্রী আসামী ও গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আশরাফুল ইসলাম @ রকি (২৫), পিতা- মোঃ রবিউল ইসলাম, মাতা-মোছাঃ ঝরনা আক্তার,দাদা-মোঃ আব্দুল মালেক (মসজিদের মোয়াজ্জেম) স্থায়ী সাং-জগথা, বর্তমান সাং-পীরগঞ্জ(আইনুলের বাসার ভারাটিয়া),উভয় থানা-পীরগঞ্জ, জেলা- ঠাকুরগাঁও  এর দেহ তল্লাশীকালে তাহার দুই পায়ের মাঝে ডান হাতে ধরে থাকা ০১ (এক) টি লাল রংয়ের কাধে ঝোলানো ব্যাগ এর ভিতরে তল্লাশী করিয়া উক্ত ব্যাগের ভিতর রক্ষিত অবস্থায় ২০ (বিশ) বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল পাইয়া ইং-২২/১১/২০১৯ তারিখ রাত্রি ০১.৪৫ ঘটিকার সময় গ্রেফতার করেন। এ সংক্রান্তে শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage