সাইবার পুলিশ বগুড়ার টিম পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে অনলাইনে বিকাশ ও রকেটের মাধ্যমে লক্ষ-লক্ষ টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে ০১জন গ্রেফতার

মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম(বার), বগুড়া মহোদয়ের সভাপত্বিতে সাইবার পুলিশ বগুড়ার একটি চৌকস টিম ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রঘুনন্দনপুর এলাকা হতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে অনলাইনে বিকাশ ও রকেটের মাধ্যমে লক্ষ-লক্ষ টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে মোঃ সোহাগ মাহমুদ বাপ্পী ওরফে রনি(৩১), পিতা-মোঃ সালাউদ্দিন মোল্লা, সাং-ছোট পারুলিয়া, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ বর্তমান ঠিকানা ফরিদা ইয়াসমিন এর বাসার ভাড়াটিয়া, সাং-রঘুনন্দনপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নিকট হতে প্রতারনার কাজে ব্যবহৃত বিভিন্ন কোম্পানীর ১১টি মোবাইল সিমকার্ডসহ বিভিন্ন মডেলের ৭টি মোবাইল ফোন উদ্ধার হয়। উদ্ধারকৃত সিমকার্ড গুলি বিভিন্ন পুলিশ সদস্যদের নাম ঠিকানা ব্যবহার করে ভুয়া রেজিস্ট্রেশন করে নিজেকে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা(আলফা-১) পরিচয় দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিকট হতে প্রতারনার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ধৃত আসামী গত ২৮/১০/২০১৯ খ্রিঃ অন্যান্য জেলার ন্যায় বগুড়া জেলার আলফা-১ পরিচয় দিয়ে পুলিশ লাইন্সে কর্মরত আরআইকে ফোন দিয়ে প্রতারণার মাধ্যমে ১,৭৫,০০০/- টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় বগুড়া সদর থানার মামলা ন-১১৪ তারিখ-২৮/১০/২০১৯ খ্রিঃ ধারা-২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩(২)/২৪(২)/৩০(২) ধারার মামলা রুজু করা হলে সাইবার পুলিশ বগুড়ার চৌকস টিম অক্লান্ত ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে প্রতারককে সনাক্তপূর্বক গ্রেফতার করতে সক্ষম হয়।  







সর্বশেষ সংবাদ
DIG Homepage