বাগমারা থানা এলাকায় ইং ২২/১২/১৯ তারিখে চোলাইমদ সহ ০১(এক) জন আসামী, হেরোইন সহ ০৩(তিন) জন আসামী এবং গাঁজা সহ ০১(এক) জন আসামী গ্রেফতার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানায় কর্মরত এসআই মোঃ কামরুজ্জামান সঙ্গীয় অফিসার সহ ইং ২২/১২/১৯ তারিখ ১৯.১৫ ঘটিকায় বাগমারা থানাধীন হাসনীপুর মৌজাস্থ মাদারীগঞ্জ বাজারে জনৈক রায়হানের পার্টসের দোকানের পশ্চিম পাশে বাঁশ ঝাড়ের মধ্যে আসামী ১। মোঃ ফারুক আহম্মেদ(৪২), পিতা- মোঃ আঃ ওয়াজেদ আলী, সাং- মোহনগঞ্জ (বাজারের পাশে), থানা- বাগমারা, জেলা- রাজশাহীর নিকট হইতে ০২(দুই) লিটার চোলাইমদ উ্দ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে বাগমারা থানার মামলা নং ২৩, তারিখ ২২/১২/১৯ ইং ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনির ২৪(ক) আইনের মামলা রুজু হয় । আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বাগমারা থানায় কর্মরত এসআই মোঃ নিয়ামূল হক সঙ্গীয় অফিসার সহ ইং ২২/১২/১৯ তারিখ ১৯.৩০ ঘটিকায় বাগমারা থানাধীন পিদ্দপাড়া গ্রামস্থ মোঃ আঃ করিম(৪৫), পিতা- মৃত মফিজ উদ্দিন এর বসত বাড়ীতে আসামী ১। মোঃ আঃ করিম(৪৫), পিতা- মৃত মফিজ উদ্দিন, সাং- পিদ্দপাড়া, ২। মোঃ কামাল হোসেন(৩৫), পিতা- মৃত রিয়াজ উদ্দিন, সাং- বড়মাড়িয়া, ৩। মোঃ ভুট্টু আলী(৩৪), পিতা- মোঃ আকবর আলী, সাং- কাচারীকোয়ালীপাড়া, সর্বথানা- বাগমারা, জেলা- রাজশাহীগণের নিকট হইতে সর্বমোট ০২(দুই) গ্রাম হেরোইন উ্দ্ধার পূর্বক আসামীগণকে গ্রেফতার করেন। ধৃত আসামীগণের বিরুদ্ধে বাগমারা থানার মামলা নং ২৪, তারিখ ২২/১২/১৯ ইং ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনির ৮(ক) আইনের মামলা রুজু হয় । আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বাগমারা থানাধীন হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত পুলিশ পরিদর্শক (নিঃ) হীরেন্দ্র নাথ প্রামানিক  সঙ্গীয় অফিসার সহ ইং ২২/১২/১৯ তারিখ ২১.৪৫ ঘটিকায় বাগমারা থানাধীন পূর্বদৌলতপুর সাকিনস্থ জনৈক শ্রী স্বপণ কুমার হালদার, পিতা- মৃত তরণী হালদার এর বাড়ীর পূর্ব পাশে দূর্গা মন্দিরের সামনে পাকা রাস্তার উপর আসামী ১। শ্রী উজ্জল চন্দ্র সরকার(৪৫), পিতা- মৃত গোকুল চন্দ্র সরকার, মাতা- কিরণ বালা, সাং- হাটকালুপাড়া, থানা- আত্রাই, জেলা- নওগাঁর নিকট হইতে ১৮(আঠার)গ্রাম গাঁজা উ্দ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করেন। ধৃত আসামীর বিরুদ্ধে বাগমারা থানার মামলা নং ২৫, তারিখ ২২/১২/১৯ ইং ধারা-২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনির ১৯(ক) আইনের মামলা রুজু হয় । আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage