নাটোর জেলার লালপুর থানা পুলিশ কর্তৃক ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

লালপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সেলিম রেজা এর নিদের্শক্রমে লালপুর থানার অফিসার এসআই মোঃ মেসবাউল হক, এসআই মোঃ ফজলুল হক, এসআই মোঃ সেমিল হোসেন সহ আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকবর আলী সহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ লালপুর থানার বিভিন্ন স্থানে মাদক বিরোধী ও গ্রেফতার পরোয়ানা তামিল ডিউটি করাকালে এসআই মোঃ সেলিম হোসেন ইং ২৩/১২/১৯ তারিখ ০৯.৫০ ঘটিকা সময় লালপুর থানাধীন পুরাতন ঈশ্বরদী ভাদুর বটতলা গ্রামস্থ জনৈক মোঃ রতন (৩২), পিতা- মোঃ রেজাউল এর আরএফএল এর দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ১৫ (পনের) পিচ ইয়াবা সহ আসামী ১. (86V22) মোঃ আনিছ (৩৩), পিতা- মোঃ এবাদত প্রামানিক স্থায়ী : গ্রাম- বহরপুর, উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশ ২. (86V91) মোঃ আহম্মদ (২৭), পিতা- মোঃ ইউনুস স্থায়ী : গ্রাম- বালিডাঙ্গা (বালিয়াডাঙ্গা) , উপজেলা/থানা- ঈশ্বরদী, পাবনা, বাংলাদেশদ্বয়কে হাতে নাতে গ্রেফতার করেন এবং একই তারিখ এসআই মোঃ মেসবাউল হক লালপুর থানাধীন গোপালপুর পৌরসভাস্থ উত্তরা সিনেমা হল এর উত্তরে পাকা রাস্তার উপর হইতে ২০ (বিশ) গ্রাম শুকনা গাঁজাসহ আসামী ১. (86U8Q) মোঃ শুভ (২২), পিতা- মোঃ আঃ সালাম স্থায়ী : গ্রাম- মধুবাড়ী, উপজেলা/থানা- লালপুর, নাটোর, বাংলাদেশকে হাতে নাতে গ্রেফতার করেন এবং পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকবর আলী লালপুর থানাধীন পোকন্দা সাকিনস্থ পোকন্দা কাঁঠালবাড়িয়া নুরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তার উপর ১০ (দশ) পিচ ইয়াবা সহ আসামী ১. (86U93) মোঃ হাসান (১৯), পিতা- মোঃ হাসমত আলী ওরফে হুসু স্থায়ী : গ্রাম- বাঁশবাড়িয়া (মিল্কিপাড়া) , উপজেলা/থানা- লালপুর, নাটোরকে গ্রেফতার করেন। এই সংক্রান্তে লালপুর থানায় ০৩ (তিন) টি পৃথক পৃথক মামলা রুজু হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage