মোহনপুর থানা পুলিশ কর্তৃক ০৪ (চার) মাসের সাজাপ্রাপ্ত আসামী, মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন করা অবস্থায় ০১ জন এবং মানব পাচার আইনের এজাহারভুক্ত ০১ জন আসামী গ্রেফতার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে এএসআই/মোঃ মুক্তার হোসেন, কং/৭৩৩ মোঃ খায়রুল ইসলাম, কং/১৩৩৪ মোঃ জাহিদুল ইসলাম কর্তৃক সিআর মামলা নং-২৯/০৯ (মোহনপুর) ধারা- যৌতুক নিরোধ আইনের ৪ ধারা এর ০১ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানার আসামী ১। মোঃ আঃ কালেক পিতা- মোঃ মাহাবুব সাং- মুগরইল থানা- মোহনপুর, জেলা- রাজশাহীকে গ্রেফতার এবং বাকশৈল গ্রামস্থ বাকশৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ কোণ হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন করা অবস্থায় আসামী ২।মোঃ সাহাবুল ইসলাম (৩৩) পিতা- মৃত আলহাজ্ব ময়েজ মৃধা সাং- বাকশৈল থানা- মোহনপুর জেলা- রাজশাহীকে গ্রেফতার করে মাদকদ্রব্য আইনের মামলা রুজু করে এবং মোহনপুর থানার মামলা নং- ৩১. তারিখ- ২৯/১১/১৯ খ্রিঃ ধারা- ২০১২ সালের মানব পাচার, প্রতিরোধ ও দমন আইনের ১১/১২/১৩ এর এজাহারভুক্ত আসামী ৩। মোঃ আব্দুল মান্নান (৩৫), পিতা- মোঃ আব্দুল হক সাং- তিলাহারি থানা- মোহনপুর জেলা- রাজশাহীকে গ্রেফতার করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage