রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪৪ জন গ্রেফতার

রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় গত ২৪ ঘন্টায় (১২-০১-২০২০ খ্রিঃ) রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মোট ৪৪ জনকে আটক করা হয়েছে। রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, তানোর থানা ০৩ জন, মোহনপুর থানা ০২ জন, পুঠিয়া থানা ০৫ জন, বাগমারা থানা ০১ জন, দূর্গাপুর থানা ২২ জন, চারঘাট মডেল থানা ০৩ জন, বাঘা থানা ০৫ জনকে আটক করে। যার মধ্যে ২৬ জন ওয়ারেন্টভূক্ত আসামি ও ১৬ জনকে মাদকদ্রব্যসহ ০২ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয় । গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং শ্রী ফাইভ বেক(২২) কে ২৫লিটার চোলাইমদসহ আটক করে। দূর্গাপুর থানা পুলিশ ১নং মোঃ শাহাজামাল(৩৫) কে ০৫পিচ ইয়াবা, ২নং মোঃ ফছির উদ্দিন প্রাং(৪২), ৩নং মোঃ মিলন(২৫), ৪নং মোঃ দেলোয়ার হোসেন (২২), ৫নং মোঃ কাউছার আলী(২৭), ৬নং মোঃ বাবলু(৪৫), ৭নং মোঃ আবুল কালাম(৩৬)  কে চোলাইমদ সেবন ও ৮নং মোঃ ময়নুল হোসেন(২৪), ৯নং মোঃ ওমর সানি(২৫), ১০নং মোঃ শফিকুল ইসলাম(২২) কে ২০পিচ ইয়াবা এবং ১১নং মোঃ রাসেল(২৪), ১২নং মোঃ আতাহার আলী(৩২), ১৩নং মোঃ বখতিয়ার @ বকতার(২৮) কে মাদকদ্রব্য গাঁজা সেবনসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ জাহাঙ্গীর হোসেন @ লালু(৩৭) কে ০৩গ্রাম হেরোইনসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ ১নং মোঃ রায়হান আলী(২০) কে ০৫ লিটার চোলাইমদসহ আটক করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 







সর্বশেষ সংবাদ
DIG Homepage