মোহনপুর থানা পুলিশ কর্তৃক চোলাইমদ পানকারী ০৩ (তিন) জন , ০৫ (পাঁচ) লিটার চোলাইমদসহ ০১ (এক) জন, ০৬ (ছয়) গ্রাম হেরোইনসহ ০২ জন আসামী গ্রেফতার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে (১) গত ১১/০৩/২০২০ খ্রিঃ তারিখে ১৮:৩৫ ঘটিকার সময় মোহনপুর থানাধীন কেশরহাট বাজারস্থ ধানহাটার মধ্যে হইতে মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ পান করিয়া মাতলামি করা অবস্থায় আসামী ১। শ্রী চেরু রবিদাস (৩৮) পিতা- মৃত শ্রীমন্ত রবিদাস সাং- ধরমপুর কানন ২। মোঃ স্বপন প্রাং (৪৮) পিতা- মৃত সেকু প্রাং সাং- রাজাপুর পূর্বপাড়া উভয় থানা- নিয়ামতপুর জেলা- নওগাঁদ্বয়কে গ্রেফতার করিয়া মোহনপুর থানার মামলা নং- ১৬ তাং- ১১/০৩/২০২০ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ২৫/৪১ রুজু, (২) গত ১১/০৩/২০২০ খ্রিঃ তারিখে ১৯:০৫ ঘটিকার সময় মোহনপুর থানাধীন মৌগাছী গ্রামস্থ কালীতলা বটতলার মোড়ে ত্রিমোহনী হইতে ধুরইলগামী পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ পান করিয়া মাতলামি করা অবস্থায় আসামী ১। মোঃ সাইফুল (৪৮) পিতা- মৃত নীল চাঁন সাং- বাটুপাড়া (ভাটাপাড়া) থানা- মোহনপুর জেলা- রাজশাহীকে গ্রেফতার করিয়া মোহনপুর থানার মামলা নং- ১৭ তাং- ১১/০৩/২০২০ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ২৫ রুজু, (৩) গত ১১/০৩/২০২০ খ্রিঃ তারিখে ২৩:০৫ ঘটিকার সময় মোহনপুর থানাধীন ত্রিমোহনী গ্রামস্থ এগ্রো কোল্ড ষ্টোর এর সামনে নওগাঁ হইতে রাজশাহী গামী পাকা রাস্তার উপর হইতে দেশীয় তৈরী চোলাইমদ বিক্রয় কালে ০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ আসামী ১। মোঃ তৈয়ব আলী (২৭) পিতা- মৃত ওহির মন্ডল সাং- মাটিকাটা (উত্তরপাড়া) থানা- মোহনপুর জেলা- রাজশাহীকে গ্রেফতার করিয়া মোহনপুর থানার মামলা নং-১৮ তাং-১২/০৩/২০২০ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২৪(খ)রুজু, (৪) গত ১১/০৩/২০২০ খ্রিঃ তারিখে ২১:৫৫ ঘটিকার সময় মোহনপুর থানাধীন পাকুড়িয়া বাজার হইতে ধোরসা গামী পাকা রাস্তার ধোরসা গ্রামের ধোরসা ব্রিজের উপর হইতে ০৬ গ্রাম হেরোইনসহ আসামী ১। মোঃ কামাল হোসেন (২২) পিতা- মোঃ মনির হোসেন সাং- পাকুড়িয়া (ডাঙ্গীপাড়া) ২। মোঃ শরিফুল ইসলাম (৩০) পিতা- মৃত মছির উদ্দিন সাং- নোনাভিটা উভয় থানা- মোহনপুর জেলা- রাজশাহীদ্বয়কে গ্রেফতার করিয়া মোহনপুর থানার মামলা নং-১৯ তাং-১২/০৩/২০২০ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ০৮(খ)/৪১ রুজু করিয়া আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage