বগুড়া জেলার শিবগঞ্জ থানার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র কর্তৃক ৬৫০ পিচ ইনজেকশন (এ্যাস্পল)সহ ০১ জন গ্রেফতার।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র শিবগঞ্জ থানা,বগুড়ায় কর্মরত এস,আই (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান, সঙ্গীয় এএসআই (নিঃ) মোঃ মোবারক হোসেন, কং/১৪৮৮ মোঃ রফিকুল ইসলাম,, কং/১৫৯১ মোঃ রাজু আহম্মেদ, ড্রাইঃ কং/১৬২৭ মোঃ আশরাফুলগণ মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের জিডি নং- ৩৮০ তারিখ-১৩/০৩/২০২০ ইং মূলে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদকদ্রব্য উদ্ধার ও গাড়ী চেকিং ডিউটি করাকালে ইং-১৪/০৩/২০ তাং সময় রাত্রি ০০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, নীলফামারী হইতে ঢাকা গামী ”হৃদয়” পরিবহনের যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৪-৭১৪২ উক্ত যাত্রীবাহী বাসে একজন লোক ভারতের তৈরী নেশা জাতীয় ইনজেকশন (এ্যাম্পল) লইয়া ঢাকার দিকে যাইতেছে। বাদী উক্ত সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা পুরাতন পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে রংপুর টু ঢাকা মহাসড়কের উপর অবস্থান লইয়া গাড়ি চেকিং করাকালে ইং-১৪/০৩/২০২০ তারিখ রাত্রি ০১.৪৫ ঘটিকার সময় বর্ণিত বাসটি ঘটনাস্থলে পৌছাইলে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় সংকেত দিয়া উক্ত বাসটি থামাইয়া উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উক্ত বাসটি তল্লাশী করার সময় বর্ণিত বাসের পিছনের সিটের বাম পার্শ্বে বসে থাকা টিকিটবিহীন যাত্রী ধৃত আসামী মোঃ সাখাওয়াত হোসেন (২২), পিতা- মোঃ সাবু মিয়া, সাং-পুটিহার(মাঘুমপুর), থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুর  এর দেহ তল্লাশীকালে তাহার দুই পায়ের মাঝে বাম হাতে ধরে থাকা ০১ টি কালো রংয়ের কাঁধে ঝুলানো ব্যাগ তল্লাশী করিয়া উক্ত ব্যাগের ভিতরে ০১ (এক) টি সবুজ ও গোলাপী রংয়ের কাঁথার মধ্যে রক্ষিত অবস্থায় ৬৫০ (ছয়শত পঞ্চাশ) পিচ ভারতের তৈরী নেশা জাতীয় ইনজেকশন (এ্যাম্পল) উদ্ধার করেন। এ সংক্রান্তে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage