গোদাগাড়ী মডেল থানায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন সহ ০৭ জন আসামী গ্রেফতার ।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম  মহোদয়ের নির্দেশক্রমে ও অফিসার ইনচার্জ মোঃ খাইরুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানা, রাজশাহীর দিক নির্দেশনায়  পুলিশ পুলিশ (নিঃ) মোঃ আব্দুল বারী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র আই.সি মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া আসামী  মোসাঃ মনোয়ারা বেগম ওরফে কামু (৪০) স্বামী-মোঃ কামরুজ্জামান ওরফে কামু,সাং-ফরাদপুর, থানা-গোদাগাড়ী,জেলা-রাজশাহীকে ১৫ গ্রাম হেরোইন, গোদাগাড়ী মডেল থানার এসআই/(নিঃ) মোঃ মিজানুর রহমান মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া  আসামী ০১। মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা-মোঃ আয়েস উদ্দিন মন্ডল, সাং-মেডিকেল মোড় পূবপাড়া,২। মোঃ আনারুল ইসলাম @ হাবু (৪৫), পিতা-মৃত মুনসুর আলী, সাং-বাগানপাড়া, উভয় থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়কে ২৭(সাতাশ )গ্রাম হেরোইন,  গোদাগাড়ী মডেল থানার এসআই/(নিঃ) মোঃ আব্দুল কুদ্দস মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া  আসামী ১। মোঃ উজ্জল হোসেন (৩৫), পিতা-মোঃ বদরুল জামান, সাং-শ্রীমন্তপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীকে ১৫(পনের)গ্রাম হেরোইন, গোদাগাড়ী মডেল থানার এসআই/(নিঃ) মোঃ আব্দুল খালেক মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ নাসির উদ্দিন (৪২), পিতা-মৃত আলতাফ হোসেন, সাং-আলীনগর, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ রোড হোন্ডিং নং-১৫৩,থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ, ২। মোসাঃ ফাতেমা বেগম (৫০) স্বামী-মোঃ ইসমাইল হোসেন, সাং-আঁচুয়াভাটা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহীদ্বয়কে ২৭(সাতাশ)গ্রাম হেরোইন সহ ০৬জন আসামীকে গ্রেফতার করিয়া পৃথক পৃথক মামলা রুজু  এবং  গ্রেফতারী পরোয়ানা মুলে ০১জন সর্বমোট ০৭জন আসামীগনদেরকে গ্রেফতার পুর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে। 







সর্বশেষ সংবাদ
DIG Homepage