দূর্গাপুরে ফেন্সিডিল সহ ০১ জন এবং গাঁজা সহ ০৩ জন আসামী গ্রেফতার।

পুলিশ সুপার, রাজশাহী মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ দূর্গাপুর থানা,রাজশাহী এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ মাসুদ রানা সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ সারওয়ার জাহান, এএসআই (নিঃ)/মোঃ এরশাদ আলী, কং/৭০৭ মোঃ হাফিজুর রহমান, সকলেই দূর্গাপুর থানা, রাজশাহীগণ গত ১৪/০৩/২০২০ খ্রিঃ তারিখ ১৫.২০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন গগনবাড়ীয়া গ্রামস্থ আসামী মোঃ রফিকুল ইসলাম (৫৪) পিতা- মৃত হারেজ এর বসত বাড়ী থেকে আসামী মোঃ রফিকুল ইসলাম (৫৪) পিতা- মৃত হারেজ, সাং- গগনবাড়ীয়া, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীকে ০৬ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয় এবং এসআই (নিঃ) মোঃ মাসুদ রানা সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ সারওয়ার জাহান, এএসআই (নিঃ)/মোঃ এরশাদ আলী, কং/১৩৬২ মোঃ আবু তালহা সকলেই দূর্গাপুর থানা, রাজশাহীগণ গত ১৪/০৩/২০২০ খ্রিঃ তারিখ ১৭.৫০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন তরিপতপুর গ্রামস্থ মোঃ আব্দুল বারিক (৫০) পিতা-মৃত জেহের আলী এর বাড়ীর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে আসামী ১। মোঃ আব্দুল বারিক (৫০) পিতা- মৃত জেহের আলী, সাং- তরিপতপুর, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীকে ৮৫ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয় এবং এসআই (নিঃ) মোঃ মোস্তাকিন হোসেন সঙ্গীয় এসআই (নিঃ)/মোঃ আকতারুজ্জামান, এএসআই (নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম, কং/৭০৭ মোঃ হাফিজুর রহমান, কং/৭৮৭ মোঃ ইলিয়াস আলী সকলেই দূর্গাপুর থানা, রাজশাহীগণ গত ১৪/০৩/২০২০ খ্রিঃ তারিখ ১৯.১০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন কানপাড়া হতে বাগলপাড়া গামী দূর্গাদহ পূর্বপাড়া গ্রামস্থ জনৈক মোঃ শাহজাহান আলী পিতা- মৃত লেছু মন্ডল এর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ২৫ গ্রাম গাঁজা সহ আসামী ১। মোঃ সোহাগ (২২) পিতা- মোঃ মেকুর, মাতা- মোছাঃ ছানোয়ারা, সাং- বাগলপাড়া (তালুকদারপাড়া), থানা- দূর্গাপুর, জেলা- রাজশাহীকে গ্রেফতার করা হয় এবং এসআই (নিঃ) মোঃ আব্দুল খালেক সঙ্গীয় এএসআই (নিঃ)/মোঃ মিন্টু মিয়া, কং/১০১২ মোঃ সোহেল রানা সকলেই দূর্গাপুর থানা, রাজশাহীগণ গত ১৪/০৩/২০২০ খ্রিঃ তারিখ ১৯.১০ ঘটিকায় দূর্গাপুর থানাধীন হাড়িয়াপাড়া গ্রামস্থ মোঃ কামরুল পিতা- মোঃ ইউনুস আলীর বসতবাড়ীর দক্ষিনে আমগাছি হতে পারিলা গামী পাকা রাস্তার উপর থেকে ২০ গ্রাম গাঁজা সহ আসামী মোঃ রাজু আলী শাহ (২৮) পিতা- মোঃ হবিবুর রহমান, সাং- হরিয়ান, থানা-কাটাখালি, মহানগর রাজশাহীকে গ্রেফতার করা হয়। সকল আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া অব্যাহত আছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage