রাজশাহী জেলার তানোর থানা এলাকায় পুলিশী অভিযানে ০৫(পাঁচ) জন আসামী গ্রেফতার।

অদ্য ইং-১৪/০৩/২০২০ তারিখ রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম ও অতিঃ পুলিশ সুপার জনাব মোঃ মাহমুদুল হাসান,জনাব মোঃ মতিউর রহমান সিদ্দিকি মহোদয়ের নির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল হাসান, এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ আজিজুল হক, তানোর থানা, রাজশাহী সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১। সাদেকুল ইসলাম (৩৮), পিতা- মোঃ এফাতুল্লাহ প্রাং, মাতা- মোসাঃ পাঞ্জাদ বেগম গ্রাম- কাজী পাড়া, থানা- নাচোল, জেলা-চাঁপাইনবাবগঞ্জ-কে ২০(বিশ) গ্রাম গাঁজা সহ গ্রেফতার, এসআই (নিঃ) স্বপন কুমার সরকার, তানোর থানা,রাজশাহী সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১। শ্রী বিনয় কবিরাজ (৪৯), পিতা- মৃত বিজয় কবিরাজ গ্রাম- হরিদেবপুর (হাজিপাড়া ) থানা- তানোর, রাজশাহী-কে ০৯(নয়) লিটার চোলাইমদ সহ গ্রেফতার, এসআই(নিঃ) মোঃ রেজাউল করিম, তানোর থানা,রাজশাহী সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১।মোঃ আসলাম হোসেন ওরফে সুজন (৩৯), পিতা- মোঃ আক্তার হোসেন গ্রাম- মাসিন্দা, থানা- তানোর, জেলা-রাজশাহী-কে ০৫(পাঁচ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ গ্রেফতার, এসআই(নিঃ) মোঃ আজিজুল হক, তানোর থানা,রাজশাহী সঙ্গীয় অফিসার ফোর্সসহ আসামী ১। মোঃ শরিফুল ইসলাম (৪৫), পিতা- মোঃ সানাউল্লাহ সরকার সাং-রায়তান বড়শো, থানা-তানোর, জেলা-রাজশাহী-কে ০৫(পাঁচ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ গ্রেফতার এবং এএসআই(নিঃ) মোঃ ইউনুছ আলী মোল্লা, এএসআই(নিঃ) মোঃ হাফিজুল ইসলাম, তানোর থানা, রাজশাহী সঙ্গীয় ফোর্সসহ গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ১। মোঃ সহেল রানা, পিতা-মোঃ এমাজ উদ্দিন, সাং-বিল্লী ডাঙ্গাপাড়া, ২। মোঃ আলাউদ্দিন(৪৫) পিতা-মৃত আক্কাস আলী, সাং-নয়টিপাড়া, থানা-তানোর জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার পূবর্ক ইং-১৫/০৩/২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage