বাঘা থানায় ০৭ (সাত) জন গ্রেফতার

রাজশাহী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায়, সিনিয়র সহকারি পুলিশ সুপার (চারঘাট সার্কেল) জনাব মোঃ নুরে আলম এবং পলিশ বাা থানা, রাজশাহীর,  নেতৃত্বে অদ্র ইং ১৫/০৩/২০২০ তারিখ বাঘা থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ২৫ (পচিশ) বোতল ফেন্সিডিলসহ ১) মোঃ সাদ্দাম হোসেন (২৩) পিতা-মোঃ ছাবের পরামানিক, ২। মোঃ বিপ্লব আলী (২২) পিতা-মোঃ আলাউদ্দিন, উভয় সাং-আশরাফপুর, উপজেলা-বাঘা, জেলা-রাজশাহীদ্বয়কে গ্রেফতার করেন। উল্লেখ্য যে, বাঘা থানা পুলিশের একটি টিম বাঘা থানা এলাকায় বিশেষ অভিযান ,মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করাকালে টহলরত অবস্থায়  বিকাল অনুমান সকাল ০৯.৫০ ঘটিকায় বাঘা থানাধীন শিমুলতলা ঘাটে অবস্থানকালে গোপন সংবাদের ভিক্তিতে বাঘা থানাধীন পলাশী ফতেপুর গ্রামস্থ মোঃ ফয়জুল ব্যাপারী (৫৫) পিতা-মৃত আক্কেল ব্যাপারী এর বাড়ীর সামনে দুদপুর হএত শিমুলতলা ঘাটগামী কাঁচা রাস্তার উপর হইতে ২৫ (পচিশ) বোতল ফেন্সিডিলসহ দুই জন মাদক কারবারীকে আটক করেন। জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবঃ মাদক কারবারের সাথে জড়িত। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে  মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হচ্ছে। অপরদিকে বাঘা থানার একটি টিম অভিযান পরিচালনা করিয়া ইং ১৪/০৩/২০২০ তারিখে বাঘা থানায় দায়েরকৃত অন্যান্য মামলা আসামীকে ইং ১৫/০৩/২০২০ তারিখ তার বসত বাড়ী হইতে গোপন সংবাদের ভিক্তিত্তে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারী পরোয়ানা মুলে দুইজন আসামীকে গ্রেফতার করিয়া যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage