ইং-১৫-০৩-২০১৯ তারিখে চারঘাট মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য গ্রেফতার

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায়  অফিসার ইনচার্জ চারঘাট মডেল থানা, রাজশাহীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ইং- ১৬-০৩-২০২০ তারিখ আসামী ১। মোঃ মাসুম (২৯), পিতা-মোঃ মেছের আলী ওরফে হেবল, সাং-বথুয়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহীকে  ০১(এক)টি সেমি অটোমেটিক ৭.৬৫ বোরের গুলি ব্যবহৃত সচল পিস্তল, যাহা ব্যারেলের অগ্রভাগ হতে বাটের প্রান্ত পর্যন্ত লম্বা ০৮ ইঞ্চি, বাটের উভয় পার্শ্বে ফাইবার বোড সংযুক্ত, ফায়ারিং ম্যাকানিজম সচল আছে, ২। উক্ত পিস্তলের ০১টি ধাতব ম্যাগাজিন সংযুক্ত ৩। উক্ত পিস্তলের ০৫ রাউন্ড গুলি, প্রতিটি গুলি এক ইঞ্চি লম্বা, প্রত্যেকটি গুলির পারকিউশন ক্যাপে ইংরেজীতে কঋ ও ৭.৬৫ লেখা আছে এবং তার দেখানো মতে ৪। লোহার রড ০১টি, যার দৈর্ঘ্য ৪২ ইঞ্চি, ৫। ০১টি ষ্টীলের হাতলযুক্ত চাইনিজ কুড়াল যাহা ফলাযুক্ত চ্যাপ্টা ০৪ ইঞ্চি ও ফলার লম্বা ০৫ ইঞ্চি, হাতলসহ লম্বা ১২ ইঞ্চি, ৬। কাঠের বাটযুক্ত অগ্রভাগ বাকানো একপ্রান্ত ধারালো ০৩টি লোহার হাসুয়া, যাহার ০১টি বাটসহ লম্বা ৪২ ইঞ্চি, যাহার বাট লম্বা ০৯ ইঞ্চি, অপরটি বাট সহ লম্বা ৪১ ইঞ্চি, যাহার বাট লম্বা সাড়ে ০৭ ইঞ্চি, অপরটি বাটসহ লম্বা ৩০ ইঞ্চি, যাহার বাট লম্বা ০৯ ইঞ্চি, ৭। ০২টি নীল রংয়ের সুতার রশি, তন্মধ্যে ০১টি ২০ ফিট, ০১টি ১৫ ফিট সহ গ্রেফতার করা হয়। আসামীর  বিরুদ্ধে -The Arms Act-1878-Gi 19A/19 (f).  এবং পেনাল কোডের ৩৯৯/৪০২/ধারায় পৃথক পৃথক ভাবে ০২টি মামলা রুজু হয়েছে। এছাড়াও বিজিবি কর্তৃক ০১ জন আসামী গ্রেফতার সহ ০২ জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage