বাগমারা থানা পুলিশ কর্তৃক নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত ০৪ জন আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় বাগমারা থানার মামলা নং-২৬, তাং- ১৬/০৩/২০২০ ইং ধারা- ২০১৮ সালের মাঃ দ্রঃ নিঃ আইন ২০১৮ সালের ৩৬(১) সারনির ১৯(ক) মামলার আসামী ১। মোঃ হাসান আলী (২১), পিতা- মোঃ মফিজ, স্থায়ী সাং- জসাই, থানা- মান্দা, জেলা- নওগাঁ, এ/পি নানা খাইদুর রহমান, পিতা- মৃত ইয়াদ আলী, সাং- কোর্টগ্রাম, থানা- বাগমারা, জেলা- রাজশাহী। বাগমারা থানার মামলা নং-২৫, তাং- ১৬/০৩/২০২০ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাঃ দ্রঃ নিঃ আইন ২০১৮ সালের ৩৬(১) সারনির ৮ (ক)/৪১ মামলার আসামী ১। মোঃ ইসাহাক আলী (৩৫), পিতা- মোঃ আঃ করিম, সাং- গোয়ালকান্দা, ২। মোঃ শফিকুল ইসলাম ওরফে শফিকুল (৩২), পিতা- মৃত কায়েম সোনার, সাং- তাহির একডালা, উভয় থানা- বাগমারা, জেলা- রাজশাহী। মামলা নং-৮২/১১ দায়রা, ধারা- N.I. Act এর ১৩৮ ধারা মামলার আসামী ১। মোঃ মোস্তাফিজুর রহমান মস্তাক, পিতা- চাঁদ আহাম্মদ (মাষ্টার) দোকান আনিক বীজ ভান্ডার, সাং- তাহেরপুর বাজার, থানা- বাগমারা, জেলা- রাজশাহীদের গ্রেফতার করিয়া বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage