বাঘা থানায় ১২০ (একশত বিশ) বোতল ভারতের তৈরী কোডিনযুক্ত মাদক ফেন্সিডিল সহ ০৩ (তিন) জন গ্রেফতার

ইং ২৩/০৩/২০২০ তারিখ রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার  মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার রাজশাহী,  এর নির্দেশনায় চারঘাট সার্কেল এর সহকারী পুলিশ সুপার এবং বাঘা থানার অফিসার ইনচার্জ  এর নেতৃত্বে  মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিল ডিউটি করা অবস্থায়  বাঘা থানার একটি টিম সঙ্গীয়  ফোর্সসহ (এসআই নিরস্ত্র মোহাঃ সইবুর রহমান ও, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ) ইং ২৩/০৩/২০২০ তারিখ  ১৬.৩০ ঘটিকায় অত্র থানা এলাকায় ১২০(একশত বিশ) বোতল ভারতের তৈরী কোডিনযুক্ত মাকদ ফেন্সিডিলসহ আসামী ১. মোঃ সুজন শেখ (৩০), পিতা- মোঃ জয়েন উদ্দিন শেখ স্থায়ী :সাং- চক রাজাপুর,  বর্তমান সাং-ব্যাংক টাউন, থানা-সাভার, জেলা-ঢাকা,  ২.  মোঃ আঃ রউফ (২৯), পিতা- মোঃ আব্দুর রহিম শেখ স্থায়ী : গ্রাম- চক নারায়নপুর (ডইরী তলা)  ৩.  মোঃ আবুল কালাম (৪০), পিতা- মোঃ বিচ্ছাদ উদ্দিন প্রামানিক স্থায়ী : গ্রাম- চক নারায়নপুর  (সড়ক ঘাট) , সর্ব থানা- বাঘা, রাজশাহীগনকে,  বাঘা থানাধীন বাঘা থানাধীন বনিয়াপাড়া গ্রামস্থ জনৈক মোঃ মতিউর রহমান (২৬) পিতা-মোঃ শফি এর মুদিখানার দোকানের সামনে বাঘা হইতে লালপুর গামী পাকা রাস্তার উপর এবং বাঘা থানাধীন চক নারায়নপুর ডইরীতলা গ্রামস্থ মোঃ আব্দুর রইফ, পিতা-মোঃ আব্দুর রহিম শেখ এর বসত বাড়ীর পূর্ব দুয়ারী ঘরের মধ্যে হইতে গ্রেফতার করা হয়। বর্নিত আসামীগনদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage