মোহনপুর থানা পুলিশ কর্তৃক ১৫৮ (একশত আটান্ন) পিচ ইয়াবা, ০৪ (চার) টি মোবাইল ফোন ও ০১ (এক) টি মোটরসাইকেলসহ ০২ (দুই) জন পুরুষ এবং ০১ (এক) জন নারী পেশাদার মাদকদ্রব্য ব্যবসায়ী গ্রেফতার।

রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুমন দেব এবং অফিসার ইনচার্জ মোহনপুর থানা মোস্তাক আহম্মেদ এর নেতৃত্বে এসআই/এস.এম রাসেল কবির সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স গত ২৩/০৬/২০২০ খ্রিঃ তারিখ ১৭:৪৫ ঘটিকার সময় মোহনপুর থানাধীন খানপুর গ্রামস্থ বাগবাজার টু তানোরগামী পাকা রাস্তায় ব্রুজ নামক লোহার ব্রিজ হইতে ২০ গজ পূর্বে বিলগামী কাচা রাস্তার তিন মাথার মোড় হইতে আসামী ১। মোঃ মিঠু (২৫) পিতা- মৃত ময়েজ উদ্দিন মন্ডল, মাতা- মোসাঃ ফেরদৌসি বেওয়া, সাং- বিদ্রীকা ২। মোঃ আলাউদ্দিন (৩৮) পিতা- মোঃ মোবারক হোসেন, সাং- আতানারায়নপুর, উভয় থানা- মোহনপুর ৩। মোছাঃ আরিফা খাতুন (৩৩) স্বামী- মোঃ মামুন, সাং- মচমইল (বাংলাপাড়া), থানা- বাগমারা সর্ব জেলা- রাজশাহীদেরকে গ্রেফতার করেন। উপরোক্ত আসামীদেরকে সঙ্গীয় অফিসার এএসআই/মোঃ রাশেদুল ইসলাম এর সহায়তায় ১নং আসামী মিঠুকে ০১টি মোবাইল ফোন, মোটরসাইকেল ও ইয়াবাসহ, এএসআই/মোঃ দাউদ আনোয়ার এর সহায়তায় ২নং আসামী আলাউদ্দিনকে ০১টি মোবাইল ফোন ও ইয়াবাসহ এবং নারী কং/৭১০ মোসাঃ মৌসুমী আক্তার এর সহায়তায় ৩নং আসামী আরিফা খাতুনকে ০২টি মোবাইল ফোনসহ ঘটনাস্থলেই হাতে নাতে ধৃত করেন। সর্বমোট সাদা রংয়ের পলিথিনে মোড়ানো পুটলিতে লালচে রংয়ের ১৫৮ পিচ মাদকদ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করিয়া মোহনপুর থানার মামলা নং- ২৫, তাং- ২৩/০৬/২০২০ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১০(ক)/২৬/৪১ রুজু করা হয়। পরবর্তীতে থানার রেকর্ডপত্র ও সিডিএম যাচাই করিয়া ১নং আসামী মিঠু (১) মোহনপুর থানার মামলা নং-১৯, তারিখ- ২৬/০১/২০১৯, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৮(ক) (২) মোহনপুর থানার মামলা নং-০৬, তারিখ- ০২/০৮/২০১৮, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(ক) এর এজাহার নামীয় আসামী এবং ৩নং আসামী আরিফা খাতুন (১) বোয়ালিয়া মডেল থানা, আরএমপি রাজশাহীর মামলা নং-৯৭, তারিখ- ২৫/০৯/২০১৮, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(খ) (২) বাগমারা থানার মামলা নং- ০৯ তাং-০৭/১০/২০১৭ ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(খ)/১(খ) (৩) মোহনপুর থানার মামলা নং- ২১ তাং- ১২/০৩/২০২০ খ্রিঃ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ (৪) বাগমারা থানার মামলা নং- ০৫ তাং-০৪/০৯/২০১৬ ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(ক) মামলাগুলোর আসামী। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage