ফেসবুকে অভিযোগ ব্যবস্থা নিল আমিনপুর থানা পুলিশ

ফেসবুকে অভিযোগ ব্যবস্থা নিল আমিনপুর থানা পুলিশ আজ দুপুরের দিকে পুলিশ সুপার পাবনার ফেসবুক আউডিতে জনৈক ব্যক্তি অভিযোগ করেন তার বাড়ি গাজনার বিলের পাশে দিঘির বিলের পাশে। এ বছরে জুন মাসের ১ম ভাগে স্লুইসগেট খুলে দেওয়ায় প্রচুর পরিমানে রুই কাতলা বোয়াল সহ নানা প্রজাতির মাছের পোনা নদির পানির সাথে বিলে এসেছে। কিন্তু কিছু অসাধু জেলেরা চায়না এবং কারেন্ট জাল দিয়ে পোনা মাছ গুলো নির্বিকারে শিকার করছে। বর্তমানে স্লুইসগেট বন্ধ হওয়ায় বিলে পানির সল্পতা থাকায় মাছ বিলিন হয়ে যাবে। লোকেশন আমিনপুর থানা আহম্মদপুর ইউপি ৭নং ওয়ার্ড আহম্মদপুর দক্ষিণ চর আরিয়াপথ ব্রিজের পশ্চিম পার্শ্বে। অভিযোগটি অফিসার ইনচার্জ আমিনপুর থানাকে জানালে আমিনপুর থানাধীন গজনার বিল এর দিঘির বিলে ওসি রওশন কবীর ও পুলিশ পরিদর্শক (তদন্ত।) সবুজ রানা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন, অভিযান পরিচালনা কালীন ০৩ টি খোরা জাল তুলে দেওয়া হয় এবং প্রায় ৪০০ মিটার কারেন্ট জাল ধরা হয় পরবর্তিতে বিলের পাশে বসবাস করা মানুষদের আগামি ১ মাস ছোট ছোট মাছ না ধরার জন্য বলা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage