অবৈধ মৎস্য শিকার ও কারেন্ট জাল বিরোধী অভিযান ২৭ জুলাই,২০২১ খ্রিঃ

অবৈধ মৎস্য শিকার ও কারেন্ট জাল বিরোধী অভিযান ২৭ জুলাই,২০২১ খ্রিঃ আজ জেলা গোয়েন্দা শাখা পাবনার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফরিদপুর থানাধীন ডেমরা এলাকায় দুইটি কারেন্ট জাল কারখানার সন্ধান পায়। জালকারখানা দুইটি মালিকদের পৃথক পৃথক ভাবে জনাব মোঃ মহিদুল হক, সহকারী কমিশনার (ভুমি) ফরিদপুর থানা পাবনা, ১৯৫০ সালের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ৫(১) ধারা মোতাবেক পাঁচ হাজার টাকা করে সর্বমোট দশ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দ করা জাল গুলো কেটে ধ্বংস করেন, আর কারেন্ট জাল গুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। ওসি সবজানগর জনাব মিজানুর রহমানের নেতৃত্বে সুজানগর থানাধীন গাজনার বিলে সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে নৌকা যোগে দীর্ঘ অভিযান পরিচালনা করে ৭ টি সতিজাল এবং ১১ টি চায়না জাল উদ্ধার করে ধ্বংস করা হয়। জেলেদের নিকট হতে অনুমান ৫ মন রুই কাতলার পোনা উদ্ধার করে গাজনার বিলের পানিতে অবমুক্ত করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage