পাবনা সদর জেনারেল হাসপাতালে এমবুলেন্স আরোহী রোগীদের নিকট থেকে চাদাবাজির অভিযোগে তিনজন গ্রেফতার

পাবনা সদর জেনারেল হাসপাতালে এমবুলেন্স আরোহী রোগীদের নিকট থেকে চাদাবাজির অভিযোগে তিনজন গ্রেফতার গতকাল ১২.৪০ ঘটিকায় পাবনা জেনারেল হাসপাতালে কতিপয় বখাটে যুবক ভয়ভীতি প্রদর্শণ করে বেসরকারী এ্যাম্বুলেন্স থেকে চাঁদা গ্রহণ করতেছে এই সংবাদ পেয়ে টহল ডিউটিতে কর্মরত এসআই মিজানুর হাসপাতালে উপস্থিত হয়ে ভিকটিম আমজাদ শেখ, পিতা- মোঃ ইনতাজ শেখ, সাং- মানিকদির, থানা- সুজানগর, জেলা- পাবনা এর সাথে কথা বলে জানতে পারেন যে, ভিকটিমের ০৩(তিন) দিন বয়সের শিশুকে উন্নত চিকিৎসার জন্য পাবনা হাসপাতাল হতে ঢাকা রেফার্ড করা হয়। ভিকটিম তার শিশু বাচ্চাকে নিয়ে সুজানগর থেকে নিয়ে আসা এ্যাম্বুলেন্স যোগে ঢাকা রওনা করার পথে কতিপয় বখাটে চাঁদাবাজ পথরোধ করে চাঁদা দাবী করে, আর না হলে তাদের দেওয়া এ্যাম্বুলেন্সে করে ঢাকা যাবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করে। অসহায় ব্যক্তি সহ শিশু বাচ্চার আর্তনাদে হাসপাতালে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ উপস্হিত হয়ে তাৎক্ষনিকভাবে উক্ত শিশু বাচ্চাকে ঢাকা যাওয়ার ব্যবস্থা করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে এসআই/ মিজানুর ঘটনার সাথে জড়িত চাঁদাবাজ ১। মোঃ তারেক(২২), পিতা- মোঃ আসমত, সাং- সিংগা উত্তরপাড়া, ২। মোঃ বাবু(১৮), পিতা- মোঃ সিদ্দিক, সাং- গাছপাড়া, ৩। মোঃ রাকিবুল @রকি(২১), পিতা- মোঃ রবিউল, সাং- শালগাড়িয়া সর্ব থানা ও জেলা- পাবনাগণকে ধৃত করেন এবং তাদের সিন্ডকেটের কতিপয় সদস্য পালাইয়া যায়। ধৃত আসামীদে বিরুদ্ধে চাদাবাজির মামলা দায়ের করা হয়েছে। সদর হাসপাতালের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ইতিপূর্বে জেলা পুলিশের অভিযানে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage