শাহজাদপুর থানায় গাঁজা ও হেরোইনসহ লিস্টেট ০৩ মাদক ব্যবসায়ী এবং সাজা ওয়ারেন্ট ও নিয়মত মামলায় ০৩ আসামীসহ মোট ০৬ জন আসামী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার এসআই (নিঃ) মোঃ শারফুল ইসলাম, বিপি-৯৩২১২৩৮৪০৭, সঙ্গীয় অফিসার  ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ১৫ জুন, ২০২৩,১১:০৫ ঘটিকার সময় শাহজাদপুর থানাধীন দ্বাবারিয়া গ্রামস্থ জনৈক শ্রী চিত্তরঞ্জন দাস (৪৫) পিতা- শ্রী রাম দাস এর সেলুনের সামনে পাকা রাস্তার উপর হইতে লিস্টেট মাদক ব্যবসায়ী মোঃ শাহীন আলম(৩৫), পিতা-মোঃ মোক্তার হোসেন ,স্থায়ী: গ্রাম- দ্বাবারিয়া, উপজেলা/থানা- শাহজাদপুর, জেলা -সিরাজগঞ্জকে পলিথিন ব্যতীত ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করিয়া এজাহার দায়ের করিলে  শাহজাদপুর থানার ,এফআইআর নং-২০, তারিখ- ১৫ জুন, ২০২৩; জি আর নং-২৪৯, তারিখ- ১৫ জুন, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়। ২। এসআই (নিঃ) মোঃ গোলাম সারোয়ার, সঙ্গীয় অফিসার  ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ১৫ জুন, ২০২৩,১২:১০ ঘটিকার সময় শাহজাদপুর থানাধীন বাঘাবাড়ী চৌরাস্তা মোড়স্থ মোঃ রুহুল আমিন (৪০) পিতা- মৃত তালেব প্রামানিক এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে লিস্টেট মাদক ব্যবসায়ী মোঃ কামাল হোসেন(৩৭), পিতা-মৃত জয়নাল মীর ,স্থায়ী:-: গ্রাম- বাঘাবাড়ী (মোল্লা পাড়া) , উপজেলা/থানা- শাহজাদপুর, জেলা -সিরাজগঞ্জকে পলিথিন ব্যতীত ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করিয়া এজাহার দায়ের করিলে শাহজাদপুর থানার ,এফআইআর নং-২১, তারিখ- ১৫ জুন, ২০২৩; জি আর নং-২৫০, তারিখ- ১৫ জুন, ২০২৩;  ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়। ৩। এসআই (নিঃ) গোপাল চন্দ্র মন্ডল সঙ্গীয় অফিসার  ও ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ১৫ জুন, ২০২৩, ১৩:২০ ঘটিকার সময় শাহজাদপুর থানাধীন দারিয়াপুর বাজারস্থ হায়দার মার্কেটের সামনে মুরগীপট্টি তিন মাথার মোড় পাকা রাস্তার উপর হইতে লিস্টেট মাদক ব্যবসায়ী মোঃ সোহেল রানা বেপারী(৩০), পিতা-মৃত আবু বক্কার সিদ্দিক ,স্থায়ী: গ্রাম- দারিয়াপুর (ভুষিপট্টি) , উপজেলা/থানা- শাহজাদপুর, জেলা -সিরাজগঞ্জকে ০৪ (চার) প্যাকেটে পলিথিন ব্যতিত মোট ২০ (বিশ) গ্রাম হেরোইনসহ গ্রেফতার করিয়া এজাহার দায়ের করিলে শাহজাদপুর থানার ,এফআইআর নং-২২, তারিখ- ১৫ জুন, ২০২৩; জি আর নং-২৫১, তারিখ- ১৫ জুন, ২০২৩;  ধারা- ৩৬(১) সারণির ৮(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়। এছাড়া পৃথক অভিযানে এসআই/মোঃ আনিছুর রহমান মামলা নং-১১(৬)২৩ এর আসামী ১। মোঃ মন্টু মিয়া ওরফে মন্ত্রী (৪৭) পিতা-মোঃ আঃ সালাম প্রাং, সাং-বাতিয়া পশ্চিমপাড়া, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জকে, এসআই/ মোঃ মহা আলম ২০০০ সালের নারী ও শিশু নিযাতন আইনের ৭/৩০ এর আসামী মোঃ সেলিম হোসেন (১৯) পিতা মোঃ আলম হোসেন ,সাং বিনোটিয়া ,থানা শাহজাদপুর ,জেলা সিরাজগঞ্জ, এএসআই/মোঃ ফারুক হোসেন এপসি ডিং ০৮/১৮ ( শাহ)এর সাজাপ্রাপ্ত আসামী মোঃ বাবু খা, পিতা খলিল খা, সাং বাচামারা ,থানা -শাহজাদপুর ,জেলা সিরাজগঞ্জকে গ্রেফতার করিয়া থানায় আনিলে বর্নিত মোট ০৬ জন আসামীদের উল্লিখিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage