১০০০ ও ৫০০ টাকা মূল্যমানের সর্বমোট=৪,১৭,০০০/- জাল টাকা ও ০৩ কেজি গাঁজা সহ ০২ জনকে আটক

এসআই (নিঃ) শ্রী পুলক সরকার, বিপি-৭০৯১০৬৭৮৬৮, সঙ্গীয় ফোর্স সহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন টোল প্লাজার অনুমান ৩০০ গজ পশ্চিমে ঢাকাগামী বাসলেন এর উত্তর পাশে মহাসড়কের উপর বিভিন্ন যানবাহন তল্লাশী করে কাঁচপুর হতে ছেড়ে আসা পঞ্চগড় গামী “নিউ মামুন এন্টারপ্রাইজ নামক একটি যাত্রীবাহী বাস, যার রেজিঃ নং ঢাকা-মেট্রো-ব-১৫-৮২০৯ এর I-3 সিটের যাত্রী আসামী ১। শ্রী দিলিপ কুমার রায় (৩৮), পিতা- মৃত ক্ষিতিশ চন্দ্র রায়, মাতা- শ্রীমতি অশেকা রানী রায়, সাং- দক্ষিন খড়িবাড়ি, ওয়ার্ড নং- ০৭, ইউপি- দক্ষিন খড়িবাড়ি, থানা- ডিমলা, জেলা- নীলফামারী এর  দুই পায়ের উপরে একটি কালো রংয়ের lotto লেখা স্কুল ব্যাগ হতে ০৩ কেজি গাঁজা পলিথিন সহ (পলিথিন ব্যাতিত ০২ কেজি ৯৬০ গ্রাম) গাঁজা উদ্ধার করতঃ  আসামীকে আটক করে। এছাড়া একই দিনে এসআই(নিঃ)/মাহবুব কবির,বিপি-৭৩৯৩০২১৭৫৩, সঙ্গীয় ফোর্সসহ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন টোল প্লাজার অনুমান ৩০০ গজ পশ্চিমে ঢাকাগামী বাসলেন এর উত্তর পাশে মহাসড়কের  বিভিন্ন যানবাহন তল্লাশী করে রংপুর হতে আসা ঢাকাগামী একটি এসআর প্লাস এসি বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-৩০২০ এর সিট নং-A-9 এর যাত্রী আসামী ১। মোঃ আব্দুল মান্নান(২৪), পিতা-মোঃ ইব্রাহীম, মাতা-মনোয়ারা বেগম, সাং-রাজনগর, থানা-নালিতাবাড়ি, জেলা-শেরপুর এর দুই হাটুর মাঝখানে একটি নীল রংয়ের স্কুল ব্যাগ এর মধ্যে বাংলাদেশ ব্যাংক লেখা ১০০০ ও ৫০০ টাকা মূল্যমানের সর্বমোট=৪,১৭,০০০/-(চার লক্ষ সতের হাজার টাকা) জাল টাকা উদ্ধার করতঃ আসামীকে আটক করে। আসামীদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।







সর্বশেষ সংবাদ
DIG Homepage