বগুড়া সদর থানাধীন মাটিডালী বিমান মোড় হাইওয়ে রোড হইতে সরকারী চাল সহ আসামী ও ট্রাক জব্দ।

ইং ২৮/১০/২০১৯ তারিখে বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযানে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীতে কর্মরত এসআই মোঃ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্স সহ আসামী ১. মোঃ ডাবলু প্রাং (ট্রাক ড্রাইভার) (৩২), পিতা- মোঃ রহিম উদ্দিন স্থায়ী : গ্রাম- খুপী (ডাকঘর- সোনারায়) , উপজেলা/থানা- গাবতলী, বগুড়া, বাংলাদেশ ২. মোঃ মঞ্জুরুল ওরফে মঞ্জু আকন (ট্রাক হেলপার) (৪৫), পিতা- মৃত মতিউর রহমান আকন স্থায়ী : গ্রাম- খুপী (ডাকঘর- সোনারায়) , উপজেলা/থানা- গাবতলী, বগুড়া, বাংলাদেশ ৩. মোঃ নাজিম উদ্দিন রাজা () মোবাইল : ০১৭৩৬-২৫৯৪৫২; পুলিশকে প্রদত্ত : (মেসার্স ই. আর এগ্রো ফুড, বৃশাখিলা কোলঘাট ও বেড়া বাজার) , উপজেলা/থানা- বেড়া, পাবনা, বাংলাদেশ ৪. মোঃ এমদাদুল হক () মোবাইল : ০১৭২৮-৩৫৭৯২৯; পুলিশকে প্রদত্ত : (মেসার্স ই. আর এগ্রো ফুড, বৃশাখিলা কোলঘাট ও বেড়া বাজার), উপজেলা/থানা- বেড়া, পাবনা, বাংলাদেশ ৫. মোঃ গোলাম কিবরিয়া জানি () মোবাইল : ০১৭৭২-৯০৪১১৭; পুলিশকে প্রদত্ত : (মেসার্স বিসমিল্লাহ্ অটো রাইচ মিল, ধনতলা, সেতাবগঞ্জ, দিনাজপুর) , উপজেলা/থানা- দিনাজপুর সদর, দিনাজপুরদেরকে ৫৪৯ বস্তা সরকারী চাল, ওজন ১৬,৪৭০ কেজি মূল্য অনুমান ১,৬৪,৭০০/-টাকা (২) একটি হলুদ রংয়ের টাটা কোম্পানীর ট্রাক, যাহার রেজি নং- ঢাকা মেট্রো-ট-২২-১৭৪৯ চেসিস নং-41647215R700365 ইঞ্জিন নং-497TC93PSY841077 সহ ইং ২৮/১০/২০১৯ তারিখ রাত্রি ০৩.৪৫ ঘটিকার সময় উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং জব্দ তালিকায় সাক্ষীদের সাক্ষর গ্রহণ করেন। এই সংক্রান্তে বগুড়া এর বগুড়া সদর থানার এফ আই আর নং-১০৯, তারিখ- ২৮ অক্টে, ২০১৯; জি আর নং-১১৫৮/২০১৯, তারিখ- ২৮ অক্টে, ২০১৯; সময়- সময় ০৮.৪০ মিনিট ধারা- ২৫(১)/২৫-D ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ;   রুজু হয়।







সর্বশেষ সংবাদ
DIG Homepage