বগুড়া ডিবি পুলিশ কর্তৃক পাথর ভর্তি ট্রাক হতে ৫১০ (পাঁচ শত দশ) বােতল ফেনসিডিল ও ১৫ (পনের) কেজি গাঁজাসহ ৩ (তিন) জনকে গ্রেফতার

বগুড়া ডিবি পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে নিখুত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর । সার্বিক দিক নির্দেশনায় মোঃ আছলাম আলী পিপিএম , ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা , বগুড়ার নেতৃত্বে টিম ডিবি বগুড়ার একটি চৌকস টিম অদ্য ০৪/১১/ ২০১৯ইং তারিখ ভোর রাত্রি ০৪ . ৩০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন ঢাকা - রংপুর মহাসড়কের ২য় বাইপাসের সাবগ্রাম রেলগেট নামক স্থানে উত্তরবঙ্গ হইতে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাক , যাহার রেজিঃ নং - ঢাকা মেট্রো ট - ২২ - ৯০৪০ এর পিছন ডালায় পাথরের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সর্বমোট ৫১০ ( পাঁচ শত দশ ) বোতল ফেনসিডিল ও ১৫ ( পনের ) কেজি গাঁজাসহ ট্রাকের চালক আসামী ১ । মোঃ তাহেরুল ইসলাম রশিদ ( ২২ ) , পিতা - মোঃ শহীদুল ইসলাম , সাং - নবীনগর কাঠালতলা , থানা - পাটগ্রাম ২ । হেলপার মোঃ সুরুজ্জামান ( ২৩ ) , পিতা - মোঃ আছিমুদ্দিন এবং মাদক ব্যবসায়ি ৩ । মোঃ নজরুল ইসলাম ( ৪৫ ) , পিতা - মৃত ইসাহাক আলী , উভয় সাং - সিংড়িমারী , থানা - হাতিবান্ধা , সর্ব জেলা লালমনিরহাটদের গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে ।







সর্বশেষ সংবাদ
DIG Homepage