Police Station Image

About Thana

ভাঙ্গুড়া থানার উত্তরে- তাড়াশ, দক্ষিণে-ফরিদপুর, পশ্চিমে- চাটমোহর ও পূর্বে- উল্লাপাড়া থানা অবস্থিত। ভাঙ্গুড়া থানার খানমরিচ ইউনিয়নটি চলন বিলের মধ্যে অবস্থিত এবং ঐ এলাকার পুকুর খননের সময় কয়েক বছর আগে বিভিন্ন ধরনের পৌরানিক দেবদেবীর মূর্তি পাওয়া গেছে। যা জাতীয়া জাদুঘরে সংরক্ষিত আছে। ফলে এই ভূমি উন্নত সভ্যতার সংস্পর্শে থাকা স্বাভাবিক। উত্তরাঞ্চলের পুন্ড্রনগর সভ্যতার সাথে তার যোগাযোগ থাকতে পারে বলে মনে করা হয়া। বর্তমানে ভাঙ্গুড়া সড়ক, রেল এবং নদীপথে ঢাকা-খুলনা-রাজশাহী-নাটোর-দিনাuজুর-রংপুর-বগুড়ার সাথে যুক্ত। এ কারণে বাংলাদেশের সমগ্র অঞ্চলের সাথে ভাঙ্গুড়ার উন্নত যোগাযোগ থাকায় এ থানায় উন্নয়নের অমিত সম্ভাবনা লুকিয়ে আছে। পরিকল্পিত নগরায়ন ভাঙ্গুড়া শহরকে এ অঞ্চলের একটি উন্নত মানব বসতি কেন্দ্র হিসাবে গড়ে তুলতে পারে। ১৯৮১ সালে এই থানাটি প্রতিষ্ঠা করা হয়।

Contact Info

অফিসার ইনচার্জ ভাঙ্গুড়া থানা, পাবনা ।

01320-128690

ocvanggurapabna@police.gov.bd

ইন্সপেক্টর (তদন্ত) ভাঙ্গুড়া খানা, পাবনা।

01320-128691

ডিউটি অফিসার ভাঙ্গুড়া থানা, পাবনা ।

01320-128695

০৭৩২৮-৫৬০০৮