টহল

টহলকে পুলিশি কর্মকান্ডের মেরুদণ্ড বলা হয়৷ যে কোন পুলিশ বিভাগের মাঠ পর্যায় এর ইউনিটগুলোর অধিকাংশ সদস্যই টহল কাজে নিয়োজিত থাকে৷ টহলের উদ্দেশ্য মূলত তিনটি :- 
(ক) অপরাধ নিবারণ করা৷ 
(খ) জনগনের মনে নিরাপত্তাবোধ তৈরি করা৷ 
(গ) পুলিশ সদস্যদের সেবা প্রদানের জন্য জনগণের কাছাকাছি প্রেরণ করা৷ 
টহল -অফিসার/দলের দায়িত্ব :- 
(ক) জনগণের প্রয়োজনে সাহায্য করা৷ 
(খ) যে কোন সন্দেহভাজন ব্যক্তি ও ঘটনার উপর নজরদারি করা ও 
প্রয়োজনে নিয়ন্ত্রনকারী/তদারককারীকর্তৃপক্ষকে জানানো৷ 
(গ) অপরাধ সংঘঠন নিবারন করা৷ 
(ঘ) সংঘটিত অপরাধ স্থলে তত্‍ক্ষনাত উপস্থিত হওয়া, ঘটনাস্থল রক্ষা করা ও 
জনগণকে শান্তি করা৷ 
টহল দলের সাথে জনগণের আচরণ :-  
(ক) যে কেউ টহল দলের কাছ থেকে সাহায্য কামনা করতে পারেন৷ 
(খ) অপরাধ নিবারণে টহলদলকে জনগণ সাহায্য করতে পারেন৷ 
টহল দুই প্রকার হয়  :- 
(ক) স্থির টহল :-  এটা কোন নির্দিষ্ট মোড়ে বা স্থাপনার সীমাবদ্ধ থাকে৷ এই টহল দল সাধারণ নির্দিষ্ট স্থানের বাহিরে যান না৷ কোন গুর গুরুত্বপূর্ণ স্থাপণা, ব্যক্তি বা স্থানের নিরাপত্তার জন্য এই টহল পরিচালিত হয়৷ 
(খ) চলমান টহল : একটি নির্দিষ্ট এলাকায় নির্দিষ্ট রাসত্মায় বা বস্নক-গ্রামে এই টহল পরিচালিত হয়৷ এ জাতীয় টহলে অফিসার ও ফোর্সগণ পায়ে হেঁটে মোটর/বাইসাইকেলে বা মোটরগাড়ি যোগে চলাচলরত থাকেন৷ প্রত্যেক থানা এলাকায় প্রয়োজন অনুপাতে এক বা একাধিক মোবাইল টহল দল থাকতে পারে৷ সাধারণ কোন সেবার ডাক পড়লে স্থানীয় এলাকার মোবাইল টহল দল তাতে সাড়া দিয়ে থাকে৷ 
ময়মনসিংহ শহরের মোবাইল টহল টিমগুলোর তালিকা নিম্নরূপ :
ক্রমিক অফিসার/মোবাইল নং- টহল এলাকা 
১ নং- টিম ০১৭১৮...
মোবাইল টহল টিমের সেবা পেতে গেলে টহল টিমের মোবাইল ফোন নং- কিংবা থানার ও জেলার নিয়ন্ত্রণ নম্বরে যোগাযোগ করা যেতে পারে (লিংক)৷