পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স - এটি গ্রাহকের সুবিধার্থে ২৪ ঘন্টার মধ্যে পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট নিম্নলিখিত বিষয় যাচাই করে দেয়া হয়ঃ- 
ক) বাংলাদেশের নাগরিকত্ব সংক্রান্ত 
খ) বর্তমান ও স্থায়ী ঠিকানা যাচাই
গ) পড়ালেখা সংক্রান্ত 
ঘ) ব্যক্তিচরিত্র সংক্রান্ত 
ঙ)  ফৌজদারী মামলা আছে কি না তা যাচাই 
চ) প্রার্থী ও তাঁর পরিবারের সদস্যদের থানা রেকর্ড বা এলাকায় জনশ্রুতি 
ছ) প্রার্থী ও তাঁর স্বজনদের মতাদর্শ


মেট্রোপলিট্রন/জেলা পুলিশের আওতাধীন সংশিস্নষ্ট পুলিশ কমিশনার/পুলিশ সুপার কার্যালয় থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদনপত্র দাখিল করতে হয়৷ নিম্নলিখিত বিষয় আবেদনপত্রের সাথে জমা দিতে হয়৷ 
ক৷ পুলিশ কমিশনার/পুলিশ সুপার বরাবরে সাদা কাগজে আবেদনপত্র 
খ৷ পাসপোর্টের সত্যায়িত ফটোকপি 
গ৷ বাংলাদেশ ব্যাংক/সোনালী ব্যাংকের যেকোন শাখায় অনুকূলে ট্রেজারী চালানের মূলকপি 
ঘ৷ পাসপোর্টে উলিস্নখিত স্থায়ী বা অস্থায়ী ঠিকানার যেকোন একটি অবশ্যই সংশিস্নষ্ট মহানগর/জেলার অভ্যন্তরে হতে হবে৷ 
ঙ৷ আবেদনপত্র জমা দেওয়ার পর সংশিস্নষ্ট কমিশনার/পুলিশ সুপার অফিস হতে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান করা হবে৷ 
চ৷ বাংলাদেশে বসবাসরত/কর্মরত বিদেশী নাগরিক/বিদেশী পাসপোর্টধারী ব্যক্তিগন উপরোক্ত কাগজপত্রসহ নিজে অথবা অনুমোদিত ব্যক্তি দ্বারা আবেদনপত্র দাখিল করে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন৷ 
ছ৷ সকল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ইংরেজী ভাষায় হবে এবং পররাষ্ট্রমন্ত্রণালয় হতে সত্যায়িত করে দেয়া হবে৷